নদীতীর আঁকড়ে ধরেই গড়ে ওঠে সভ্যতা
আর, শরীরকে ঘিরেই যাবতীয় টান...
শরীর ছাড়া ভালোবাসা! যেন জল ছাড়া জীবন!
মঙ্গলে জল মিলেছে যখন
প্রাণের সন্ধান মিলবেই; ঠিক, একদিন না একদিন
তবু, অসার কথায় জলো ভাব
আর, জল না মেশালে... না জমে নেশা, না ভালোবাসা!
ভালোবেসেই হোক বা ভয়ে কাজটা করতেই হয়!
ভালোবাসার আর এক নাম চাপ
একটা হিমশীতল চাহনি ‘না’ কে ‘হ্যাঁ’ করে দেয়
পৃথিবীর বারো আনাই জল; শরীরেও তাই
চারিত্রিক দৃঢ়তা বজায় রাখা! চাপ তো বাড়বেই!