জানালাটা বন্ধ ছিল তোমার
উদ্বিগ্ন আমার দু চোখ
কুশল খুঁজেছে তোমার; বারবার
যোগাযোগের মাধ্যম বলতে
যাতায়াতের পথে
তোমার ওই খোলা জানালাটুকু,
ওপারে তুমি;
আর, রোজকার অভ্যেসে পথ চলতিতে আমি
দেখা হত শুধু,
তবু, কেমন একটা অভ্যেস হয়ে গেছিল
হয়তো ব্যাঘাত ঘটেছিল!
নতুবা, অন্য কোন কারণ!
আর, তাই হয়তো, জানালাটার খোলা ছিল বারণ!
জানালাটা খুলেছ তুমি আবার!
অনেকদিনের পর-
চেষ্টা করি নি দেখবার,
ততদিনে অভ্যস্ত হয়ে গেছি আমি; বন্ধ জানালায়!