লম্বা শক্তপোক্ত গাছের ঘাড়েই ঝড়ের আঘাত কেবল
রেহাই পেয়ে যায় ছোট ছোট গাছ সব।
তবে কি ঝড় সাম্যবাদী!
বেছে বেছে উচ্চবিত্তের ঘরেই হানা দিয়ে ছোট বড় সব সমান করে চলে!
মোটেই না! সে এক আঘাতকারী শুধু!
তাই তো তার লক্ষ্য শুধু দুর্বল জায়গা খোঁজা!
কম আয়াসে বেশি ক্ষতির জন্যেই বেছে নেওয়া
কখনো উঁচু গাছের মাথা... কখনো বা গরীবের নরম কুঁড়ে ঘর!