রঙ্গিত তার জলধারার সবটুকু
তিস্তায় সমর্পণ না করলে
তিস্তা এমন খরস্রোতা হতে পারতো না
বইতে পারতো না এমন উছলধারায়-
মিলনের পর যদিও আলাদা করে
রঙ্গিতের আর কোনো নাম শোনা যায় না
তখন শুধুই তিস্তা তিস্তা আর তিস্তা
হ্যাঁ, সংসার আমার
কিন্তু আমার চেয়ে তো আর বেশি কেউ জানে না
আমার সংসারে আমার অবদান আর কতোটুকু
যাবতীয় তো তোমারই অনিঃশেষ জোগান দেওয়া রঙ্গিতের মতো
প্রেম মিলনে
ভালোবাসার নিবিড় মিশ্রণে
দুটো আলাদা আমি থেকে আমাদের এক হয়ে ওঠা
ওই দুই মিলিত জলধারার মতো-
'আমি'-র আলাদা সত্তা খুঁজতে গিয়েই তো
অভিমুখের উল্টোমুখি যাত্রা
আর বিরোধের বিচ্ছিন্নতার যাবতীয় সূত্রপাত