নদী যেমন এগোয়
তছনছ করতে করতে,
দুদ্দাড় বেগে
দুরন্ত গতিময় ট্রেন যেমন দৌড়োয়,
পথ ভেঙে
পথকে পিছনে ফেলে-
জীবনও তেমন
এগিয়ে চলে
ভাঙতে ভাঙতে শুধু,
লতায় পাতায়
শাখা প্রশাখায়
কতো সম্পর্কের মধুর বুনন-
একটু একটু করে
যত্নের অন্তরঙ্গ শ্রমে
গড়ে তোলা যতটুকু,
ধরে রাখা গেল না,
বসে থাকা হলো না বলে-
অন্তহীন নিরর্থক
চিৎকার চেঁচামেচি কোলাহল
আর,
আড়ালে তার
ঢাকা পড়ে
চাপা পড়ে আছে,
একাকীত্বের শব্দহীন হাহাকার
শুধু,নিঃসঙ্গতা সঙ্গী তার,প্রতিটা দীর্ঘশ্বাসে
তবু, সর্বাঙ্গে আবীর মেখে
সবার জন্যে
মুঠো মুঠো শুভেচ্ছা বিলিয়ে দেবে বলে,
জারুল দাঁড়িয়ে আছে একা,হাসিমুখে-