গোটা জীবন হতদরিদ্রের মতো কাটিয়ে
কৃপণদাদা চলে গেলেন, অগাধ সম্পত্তি রেখে-
কৃপণতা এক অভিশাপ; আত্মসুখপ্রবঞ্চনার
ভোগ অধিকার বঞ্চিত যক্ষজীবন
পৃথিবীর তাবৎ সম্পত্তির পাহারায়
ই এম আইয়ে আনন্দসুখ নিয়ে আসি
পিছু ছাড়ে না, দুশ্চিন্তাও!
ঘরমুখো হয় না, মাইনের বেশিরভাগটাই!
যদিও উদ্বেগে আছি নিজের ভবিষ্যৎ নিয়ে
তবু বড়ো দুঃখ হচ্ছে সুখবঞ্চিত দাদার জন্যে