যা ঘটে গেছে তা যদি ইতিহাস হয়
তবে, সম্পর্কও একটা ইতিহাস।
সম্পর্ক থেকেই তো কত পাওয়া-না পাওয়া!  
কোন একদিন
একটা বীজ ছিল বলেই তো
আজ
পাহাড়ের ঢালে ওই মস্ত বড়ো গাছটা দাঁড়িয়ে।  
তবুও তার বুকে
সামান্য একটা ফলের জন্যে কত হাহাকার!
একটা পাওয়ার মধ্যে কত না পাওয়া;
না পাওয়ার মধ্যেও লুকিয়ে আছে কত পাওয়া!  
পার্বতীকে পেলে হয়তো দেবদাসকে কেউ মনেও রাখতো না
আবার, এতজন থেকেও দ্রৌপদী বড়ো একা!
কোন একদিন তোমায় পেয়েছিলাম বলেই
হয়তো
আজ আমার জীবন জুড়ে এত হাহাকার...