নিকষ কালো অন্ধকার রাত
ঘরবাড়ি, পুকুর, গাছপালা সব কালো আর কালো
তারাগুলো মুখ লুকিয়েছে পুরু কালো মেঘের চাদরের তলায়
রক্তলোলুপ নিশাচরদের আদর্শ সময়;
বিনা আয়াসেই শিকার মুঠোবন্দি।  
হত্যা অভিলাষের কালো ডালপালা বেড়ে ওঠে আপনা আপনি।

উজ্জ্বল নীল আকাশে-ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ  
চকচক করছে গাছের পাতাগুলো,পান্না সবুজ রঙে
হাওয়ায় নেচে বেড়ায় ঘাসফড়িঙের দল
ছেলের দল, মনের খুশিতে ঘুড়ি ওড়ায়-পুকুরধারে
লাল নীল হলদে কমলা-নানা রঙের ঘুড়ি।  
উড়ে যায়-সুকুমার ইচ্ছেগুলো মাটি ছাড়িয়ে
লাটাইয়ের সুতো বেয়ে নীল আকাশের দিকে।