স্বামী আমায় ছেড়ে গেছে অনেককাল হলো।
ঠাহরই করিনি যৌবন কখন-এলো আর গেলো।
অ-রূপ দিয়ে গড়া আমার ছোট্ট দেহখানি।
ভালোবাসা কারে বলে- কক্ষনো বুঝিনি।
তবু বাঁচিবার - ছিলো বড়ো সাধ আপন সন্তানে আঁকড়ি।
হায়!সঙ্গের দোষে গেলো যে সে ভেসে কিছুই করিতে না পারি।
সারাদিন নেশা- নেশা তার পেশা – নেশা খায় কুরেকুরে-
দাসীবৃত্তি করি যেটুকু উপায়-সবটুকু লয় কেড়ে।
দিনে দিনে তার মৃত্যুপানে যাত্রা আর সহিতে না পারি-
‘ঢের হয়েছে বাঁচা’- এবার ইচ্ছামৃত্যু কামনা করি।