না এপার; না ওপার
নৌকোয় বসে আছি,
ঠিক, নদীর মাঝখান বরাবর-
ওই তো! ওই তো দেখা যায়,
খন্ড খন্ড ভু-খন্ড পড়ে; দু পারের দু ধারে-
অথচ দুজনেই অখন্ড মানচিত্র ছিল, এককালে
শাসনের অস্ত্র কি শুধুই শৃঙ্খল!
শোষণের নানান ফন্দি ফিকির
ভাগ করে ভোগ করার; শয়তানি কলাকৌশল
তবে নদী যে মা, আমার
অসীম ক্ষমতা তাঁর
দু দেশের মাটি এক দেহে দ্রবীভূত করার
ইচ্ছে যখন নদী
নাম ইছামতী-
মাতৃ ভাষার যোগসূত্রে স্রোত সরস্বতী