মহড়ায় বোঝা যায়; নাটকটা জমবে কি না!
তবু, কাপ আর ঠোঁটের সূক্ষ্ম ফাঁক গলে
নিশ্চিত হিসেবের গুলিয়ে যাওয়া...
বিকেলের ঝড় ঝাপটা বোঝা যায় নি, সুন্দর সকালকে দেখে
আজকের উচ্ছন্নে যাওয়া ছেলেটারও... একটা উজ্জ্বল কৈশোর ছিল।
আসলে, ঘটনাটা না ঘটা পর্যন্ত, বোঝা যায় না কি ঘটতে চলেছে...
প্রাতরাশের পুষ্টি যোগায় অঙ্কুরিত ছোলা
জল-আলোর স্পর্শে, অনুকূল পরিস্থিতি পেয়েও
নিশ্চিত এক নতুন জীবনের একরাশ সম্ভাবনা...
হারিয়ে গেলো চকিতে; পথ হারিয়ে পথের বাঁকে।