সময়ের মতো এত ঈর্ষাপরায়ণ! আমি আর, দুটো দেখিনি
কোন সময়েই দেখলুম না! যে, সে দুজনকে পাশাপাশি রেখেছে!
ঠিক, একটাকে তাড়িয়েই; তবেই, আনবে আর একটাকে!
কেন বাপু?
ট্রেনের আপ-ডাউন তো বেশ পাশাপাশি
জংশনে মিট করেই; তবেই তো ছাড়াছাড়ি!
আর, সময়! তুমি, সবসময় ঠিক একটাকে হঠিয়ে, পুরনো করে
আস্তাকুঁড়ে ফেলে দিয়েই; তবেই, আনবে নতুনকে?
নতুন আসুক কে না চায়! তবে, পুরনোও যে আমার বড় আপন
মায়া মেখে সেও যে থাকতে চায় সংসারের এক কোণে।
নতুনের পাশাপাশি... পুরনোও; বেশ থাকতো দুজনে!
স্বাগত জানিয়ে নতুনকে, থাকতো না হয় আরো কিছুক্ষণ!
কিন্তু, সময়ের ঈর্ষাই মাটি করে দিল সবকিছু
এলোমেলো করে দিল কালো কালবোশেখির মতো।
আর, তাইতো
আবর্জনার মতো-বাতিলের মতো-তাকে যে যেতেই হয়; চৈত্র অবসানে।