মানুষ যখন শিকারি
শিকার যখন তার একমাত্র আশ্রয়
পদে পদে ভয়
ভয় যে কোন সময়, নিজেও শিকার হয়ে যাওয়ার      
লজ্জা নয়; ভয়ংকর শীত থেকে বাঁচার জন্যে
লোমশ পশুর চামড়ায় যখন শরীর ঢাকতে হয়  
হিংস্র-ক্রূর সে, সেই তখন থেকেই-    

হিংস্র জন্তু এল কব্জায়  
শাণিত বুদ্ধির ফলায়
তারপর ক্ষমতা কায়েম
প্রভুত্ব বিস্তার
অন্য আর সব সহ-মানুষের ওপর  

শুরু হল ‘আমি’র রাজত্ব
আমি থাকবো শুধু,
আমার থাকবে শুধু,
একচেটিয়া কর্তৃত্বে; নিরঙ্কুশ আধিপত্যে-

দয়া-মায়া-ক্ষমা
প্রেম-প্রীতি-ভালোবাসা
মানুষের মানবিক গুণ,  
যে গুণে মানুষকে মানুষ বলে চেনা যায়;
কম দিন তো হল না এর পরিচর্যা, অনুশীলন  

তবু
ক্রূরতা, তার ফণা উঁচিয়ে  
হিংসা, তার শ্বদন্ত বাগিয়ে

না! মানুষের সেই হিংস্র খুনে প্রকৃতিটাকে
নির্মূল করা গেলো না, এখনো! এতদিন পরেও!