মজে যাওয়া একখন্ড জলাভূমি
নুয়ে আসা অন্ধকার নিয়ে গাছগাছালি কিছুটা,
ওরই মধ্যে টালির চালওয়ালা দু'কামরার ঘর, আমার
ভরপুর শহরের মধ্যে একটুকরো মফস্বল যেন
বিস্তৃত সাগরের বুকে ছোট্ট, বিচ্ছিন্ন ব-দ্বীপের মতো
পারিপার্শ্বিকের সঙ্গে একেবারে বেমানান-
একদল বেজি বাসা বেঁধেছে, ক'দিন হলো-
প্রথম প্রথম বেশ ভয় ছিল দু'তরফেই
তারপর,
পাশাপাশি বসবাসে
ক'দিনের মধ্যেই কেটে গেল
পারস্পরিক সন্দেহ আর অবিশ্বাস
ঘুরে বেড়ায় এখন তারা,পায় পায়...
দেখতে পাই প্রায়ই, উঠোনে-জলায়-টালি চালায়
প্রোমোটার এসেছিল,
এগ্রিমেন্টের কাগজ নিয়ে; ফিফটি ফিফটি শেয়ার-
বুনো জীব ওরা; বিপন্ন লুপ্তপ্রায়
তবুও সইটা করে ফেললাম, শেষমেশ
উন্নয়ন তো আর বন্ধ রাখা যায় না
এমন করেই উন্নয়ন খাতে
বরাদ্দ হলো কতো নীরব নিশ্চুপ উৎখাত যন্ত্রণা
এমন করেই অতল মৃত্যুখাদে
কতো নিশ্চিহ্নের নিশ্চিত মৃত্যু পরোয়ানা