জোয়ান বছর
হলুদ হেমন্তে জবুথবু; বুড়ো হওয়ার আগে
সবুজ পাতারাও,
বুড়ো হয় হলুদ হয়ে; ঝরে পড়ার অপেক্ষায়
হলুদের গায়ে বড়ো বিষাদ লেখা তাই,
শুধু, হলুদ যৌবন মেখে সরষে ফুল,
আনন্দে দোলা খায় ক্ষেতময়-
আর, আগুন ঝরানো হেমন্ত দেখেছি
উইলো গাছের গায়; কিন্নর-কল্পায়