এমন কিছু বিশেষ বিশেষতা নেই তোমার।
তবে, তোমার ভুবন ভোলানো হাসিটা
নাড়িয়ে দেয় আমায়-তোলপাড় করে ওঠে
সারাটা মন। কল্পনার জগৎটা
রঙীন থেকে রঙীনতর হয়ে ওঠে।
রামধনুর অষ্টম রঙটা আমিই আবিষ্কার করেছি
তোমার ওই হাসিতে। ওই একটুকরো
হাসির জন্য প্রাণপণ চেষ্টা করেছি-
পরের জোকস চুরি করে-
মায়ের কাছ থেকে হাত খরচের টাকা-
টিফিনের জন্য পাওয়া যা কিছু অর্থ
সব-সব দিয়ে কিনে দিয়েছি দামী উপহার।
................................................................
সেদিনের পর থেকে ভুল ভেঙে গেছে আমার।
তোমার ওই হাসির পিছনে-
লোভী হায়নার মুখটা আমার অসহ্য লাগছে...