টলমল করা কচি দুটি পা
হাঁটতে শিখেছে সবে
পথের এ মাথা থেকে ও মাথা
স্বাধীনভাবে
কারোর হাত না ধরে-
তবু স্বাধীনতায় হস্তক্ষেপ করতেই হয়
নিশ্চিত পতনের হাত থেকে- তাকে বাঁচাতে।
হাঁটি হাঁটি পা পা
চল্লিশটা বছর পার।
সেদিনের হস্তক্ষেপকারী যাচনা করে আজ
হস্তক্ষেপের-
টলমল করা নিজেরই পুরোনো পা দুটির জন্য।