নদীকুলে বসে আছি তোমারই অপেক্ষায়
কুলুকুলু স্রোতস্বিনী, মন্দ মন্দ মৃদুবায়
ভাবটা বেশ আসছিল... এমন সময় বাজখাঁই গলা!
“কতখানি বেলা হল! সে খেয়াল আছে! বাজারে যেতে হবে না?”
অগত্যা, ঘোরের মধ্যেই বাজার! তারপর আবার
তুমি যে আমার; আমি তো তোমার
হঠাৎই, “কা কা” রবে পাড়ার সমস্ত কাক কোনক্রমে যেন পালিয়ে বাঁচল!
“কবি, কি মৎস্য আনিয়াছ! টেকা দায় গৃহ মাঝে!
মস্তিষ্কের সাথে, নাসিকাটাও গিয়াছে!”
বুঝলুম, মাছওয়ালাটা সদ্ব্যবহার করেছে সুযোগের-
সামলে নিয়ে বললুম, “ গোল করো কেন প্রিয়ে?
আনিতেছি মৎস্য আবার; বাজারেতে গিয়ে।”
মাছ এলো; গন্ধ গেলো কাব্য নিয়ে সাথে
ভাবনায় ভাব নাই ভাষাহীন পথে-