নরম দ্রবণের বুকে
একনাগাড়ে, একতরফা আগুনের নির্দয় অত্যাচার
টগবগ করে ফুঁসে ওঠে না কেউ, এমনি এমনি!
আড়ালে উনুনের আঁচ না থাকলে!
যদিও...
গুজবের কানে কানে প্ররোচনার ইন্ধন
দাবানলে পুড়ে খাক হয়ে গেল নিরীহ নির্দোষ খাণ্ডব বন!
কান নয়! সজাগ চোখ খুলে রাখি তাই,
স্বরূপ খোঁজার চেষ্টা করি আগুনের উৎসমূলের