নতুন সংসারের একটা গন্ধ আছে
পদে পদে একটা ঠোক্কর আছে; যেটা  
মেলে না কোনো পুরনোর সংগে!
দুটো নতুন জীবনের আনাড়ি-অস্বচ্ছন্দে
অগোছালোয়-অবিন্যাসে
অপরিচিতে আর অজানায়  
পদে পদে ভুল করার আনন্দে!
পুড়ে যাওয়া রান্নায় আর ভুল ফোড়নে
বাতাসে একটা নতুন গন্ধ ভেসে আসে!  
এতদিনের পরিপাটি প্রবীণার গলায় আক্ষেপের সুর!  
“আহারে!যদি, আর একটিবার!
এমন করে অগোছালো হওয়ার সুযোগ পেতুম!”