সামান্য চড়ুই,
সেও কিনা! পুড়ুং পুড়ুং করে লেজ নাচিয়ে
মনের সুখে
আশ মিটিয়ে
চেটেপুটে ভোগ করছে, স্বাধীনতার পরমান্ন!  

আর আমি,
জীবশ্রেষ্ঠ মানুষ, কিনা
গ্রিলের এপারে  
হাত কামড়াচ্ছি দিনরাত
পাঁচশো বর্গফুটের ঘেরাটোপে আটক হয়ে!    

কতদিন হয়ে গেল,
প্রায়শ্চিত্ত দশাটা কাটছেই না যেন!
সময় যেন ঠায় আটকে আছে; একইজায়গায়, একইরকম নিশ্চল নিশ্চুপ    
মৃত মহেঞ্জোদড়োর মতো-  

এইসময়-
গুপীর জুতোজোড়াটা পেলে, বেশ হতো!
না না। নদী-পাহাড়-সুমুদ্দুর দেখার সাধ নেই, আজ আর!    
গন্তব্যের স্বপ্নউড়ানে
মুক্তির পাড়ি দিতাম,  
স্বস্তির অনাক্রান্ত গ্রীনজোনে