তোমার কাজ নেই
আর, আমার কাজের শেষ নেই
দুটো স্রোত
পরস্পর বিপরীতমুখী
অবিরাম দ্বন্দ্ব মুখর
আর তারা যদি এক জায়গায় এসে মেশে
তাহলে তো সে এক, সর্বনেশে রাক্ষুসে ঘূর্ণি!
অবিশ্রান্ত বিপ্রতীপ টানে
পিষে চলেছে সে,যাঁতার মতো
দুজনকে দুদিকে-
কৃষ্ণ গহ্বরের হাঁ অন্তহীন অনন্ত
সবকিছু গিলে খাচ্ছে অনবরত
আমাদের ঘর সংসার প্রেম ভালোবাসা সব সবকিছু...
মেলাতে পারছি না
মিলতে পারছি না
তলিয়ে যাচ্ছি ক্রমাগত...