শ্রেষ্ঠত্বের শিরোপার লক্ষ্যে
আয়োজন; রাজসূয় যজ্ঞের    

বিজয় কেতন ওড়ানো  
অশ্বমেধের ঘোড়া-  
বীরবিক্রমে,  
সে দিগ্বিজয়ে বেরিয়ে পড়লে
লাগাম ধরে তার; এমন সাধ্য কার!

তবে,
কেনা ঘোড়া বিক্রি হয়ে গেলে
পরাক্রমশালী রাজারও কিছু করার থাকে না