সারাদিনের হাড়ভাঙা খাটুনির পরেও
ক্লান্ত বিধ্বস্ত শরীরগুলো কি ভীষণ আগ্রহে
শক্তির অবশেষ সবটুকু দিয়ে বাস ট্রেন উপচে ফেলে
নতুন উদ্যমে ফিরে যায় জনস্রোত; ঘরমুখি।
আমার তখন ভীষণ ভাতখিদে পায়
চপ কাটলেট বিরিয়ানি চাউমিন নয়!
শুধু এক থালা সাদা ভাত আর,
তোমার হাতের আমার পছন্দের বাটি ভর্তি তরকারি
আমি যখন ব্যস্ত গোগ্রাসে
তোমার উদ্বিগ্ন দু চোখ তখনও,
তরকারির ঝাল নুনের হিসেব খুঁজে ফেরে
আমার ক্লান্ত বলীরেখার প্রসন্নতায়!
তৃপ্তির ঢেকুর তুলে বেসুরো গলায়
আমার তখন গান গাইতে ইচ্ছে করে কেবল; ঘরে ফেরার গান!