সফলতাকে স্পর্শ করেও...
ক্রিভাসের খাঁজে আটকে পড়ে আছে কতো সাফল্য; অসফল হয়ে
পর্বত শিখর ছুঁয়েও...
সমতলে ফিরতে পারেনি আর; বিজয়ের কতো মুষ্টিবদ্ধ হাত
বরফের গভীর গহ্বর ফাঁদ বুনে রেখেছে পথে;
পদে পদে ঝুরঝুরে বরফ হয়ে
অবাধ্য, জেদী শৃঙ্গ হার মানলো অবশেষে
তবু, খবরটার সুখবর হয়ে ওঠা উঠলো না!
আশা জাগিয়েও, ফিরবো বলেও, ফেরা হলো না আর
অন্তহীন পথ চলেছে অনন্তের পথে;
ঘরে ফেরার প্রতীক্ষায় শুধু পথ চেয়ে থাকা