নতুন বছর বলতে;
ওই, প্রথম দিনটাই!  
পরের দিন থেকে আবার যে কে সেই!

প্রথম প্রথম বেশ মাখোমাখো
তুমি আমি; আমি তুমি
চোখাচোখি হাসাহাসি  
পাশাপাশি ভালোবাসি  
তারপর!
দায়িত্ব আর কর্তব্যের পাহাড় শুধু,  

একটা কিছু ভুললে!
বা, কিছু একটা না পারলে!
শুধু আমি একা নই!
পাড়া প্রতিবেশীও বুঝে যায়
পান থেকে চুন খসেছে নিশ্চয়!    

সংসার করা একটা একঘেয়েমির চূড়ান্ত!  
সমাজের ভয়ে ছাড়তে পারি না শেষ পর্যন্ত!    

মূর্খ আমি! ভুল ভেবেছিলাম!  
বছরের বিদায়ে
তোমার চোখের কোণে জল নয়!
ভালোবাসা দেখেছিলাম!