সবুজ পাহাড় আর রাঙা পলাশের
জোড়া সৌন্দর্যে,
মন আনন্দে ভরে যাওয়ার কথা-
কিন্তু,
ভগ্নাবশেষের ভাঙাচোরা বুক নিয়ে
গড়পঞ্চকোটকে
অমন করে দাঁড়িয়ে থাকতে দেখে
মনটায় কেমন বিষাদের ছায়া নেমে এলো,চকিতে
সে এক ভয়ঙ্কর ইতিহাস,
সাড়ে তিনশো বছর আগেকার-
অতর্কিত আক্রমণে
গোটা এক জীবন্ত জনপদের
নিমেষে নিশ্চিহ্ন, জনমানবহীন হয়ে যাওয়ার-
ইতিহাস কী ভীষণ রকমের স্থির,নিশ্চল
আর পৃথিবী তার অবিরাম গতি নিয়ে, ভ্রাম্যমাণ
অথচ,
ওদের দু'জনের কেউই ছুঁয়েও দেখল না
মানুষের জীবনের চলমান এই আনন্দ-বেদনা