ট্রেনের বুকে যখন
বাড়ি ফেরার তাড়াহুড়ো,হুড়োহুড়ি
উপর্যুপরি,অবিরাম ঢেউ ওঠে
একের পর এক স্টেশন থেকে
স্টেশনের পর স্টেশনজুড়ে
চোখজুড়ে
চোখে পড়ে
গণকর্মক্লান্তির চরম কর্মব্যস্ততা
গন্তব্যমুখী হতে গিয়ে
অগোছালো, এলোমেলো হয়ে যায় সবকিছু
লুকোনোর প্রাণপণ চেষ্টা সত্ত্বেও
দিনশেষের ক্লান্তিকর বলিরেখায়
একজোট হয়ে ফুটে ওঠে
অক্ষম সক্ষমতার সর্বশেষ অবশেষটুকু,
ইছামতীর গলিত বুকে
পড়ন্ত বেলার জ্বলন্ত সূর্য তখন,
লক্ষ রুপোর রুপোলী ছটায়
দ্রব হয়ে ভেসে বেড়ায়
ঘোরলাগা বিস্ময়ে; ঠিকানা হারিয়ে-
গন্তব্য সবসময়,
ঠিক ঠিকানায় ফিরে আসে না-