দুই প্রান্তে দুটি গোল পোষ্ট
মধ্যবর্তী জমিটুকুই ক্রীড়া ভূমি
খেলা চলে মাঝ মাঠ থেকে গোল অভিমুখে
দুরন্ত গতি নিয়ে জয়ের উল্লাস
বা
পরাজয়ে মাথা নীচু
সবটুকুই, কেন্দ্র হ'তে পরিধি বরাবর।
জন্ম আর মৃত্যু
মাঝখানটুকুই বিচরণ ভূমি- জীবনের
হাসি গানে সুখে দুঃখে
চলি মোরা মাঝ থেকে কিনারে
কখনো বা গড়াতে গড়াতে ঘষটাতে ঘষটাতে
কখনো বা দুরন্ত জয়ের উল্লাসে
বাঁধ ভাঙা ঢেউয়ের মতো।
যেভাবেই চলুক জীবন
গন্তব্য তার, মাঠ ছেড়ে মাঠের বাইরেই।