ক্রমাগত নিরাপত্তাহীনতা থেকে
এক বিপন্নবোধ গ্রাস করে যায় আমায়
লোকালয়ের সুরক্ষাবলয়ে থেকেও
দলছুট কোন বাঘ বা সাপকে আমার,
হিংস্র-ভয়ঙ্কর বা বিষধর মনে হয়; বিপন্ন নয়!
তাই তো সম্মিলিত সিদ্ধান্তে-
সমবেত প্রচেষ্টায়- তাকে, পিটিয়ে পিটিয়ে, খুঁচিয়ে খুঁচিয়ে...
লোকটাকে-
এ তল্লাটে দেখিনি আগে,
মুহূর্তের মধ্যেই ঘটে গেল ঘটনাটা
“ছেলেধরা ছেলেধরা” বলে এক বিকট চিৎকার কানে এসেছিল, শুধু-
নিরাপত্তাহীনতার সন্দেহ দেখেছিল সক্কলে
বিপদের গুজব শুনেছিল সব্বাই
বিপন্নের আর্ত চিৎকার শুনতে পায়নি কেউই
ক্রমাগত নিরাপত্তাহীনতা থেকে
এক বিপন্নবোধ গ্রাস করে যায় আমায়