অশিক্ষিতকে শিক্ষা দেওয়া; তবু, সোজা
তবে শিক্ষিতকে বোঝানোয় বড় হ্যাপা
আসলে বিষয়টা শিক্ষার নয়
যে বুঝবে না বলেই ধরে নিয়েছে
যে জাগবে না বলেই, বিছানায় পাশ ফিরে রয়েছে
তাকে বোঝানোর; তাকে ঘুম ভাঙানোর, চেষ্টাটাই বৃথা
আমারই ভুল!
তোমার যা বোঝার...তাই, আঁকড়েই থাকো।