পাখির দৃষ্টি ওই দানা অবধি
আড়ালের জাল দেখতে পায় না,সে
শিকার; সীমিত জ্ঞানকে মূলধন করে
কিংবা, বলা যেতে পারে,
বিষময় কূটনীতি প্রয়োগ করে-
অভিমন্যুকে বধ করতে হবে যে
নারায়ণী সেনা দিয়ে অর্জুনকে তাই,ব্যস্ত রাখা
ধর্ম-অধর্ম, সৌজন্য-শালীনতা
কুলুঙ্গিতে সব তুলে রাখা
যুদ্ধ কখন আবার একমাত্রিক হলো!