টক হোক বা মিষ্টি
আমগাছ লাগিয়েছি যখন
আমড়া নয়! আমই ফলবে নিশ্চয়

জীবন
এমন সহজ হিসেবের সরল ফলাফল নয়
ভাবি এক, হয়ে যায় আর এক!

ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কুরুক্ষেত্র
ফলাফল ভ্রাতৃঘাতী অনুশোচনা