তমাল একা একাই
এক ঘন বনের অন্ধকার রচনা করতে পারে!
ওই অতল জলরাশি নিয়ে সাগরও একাই তো!
সবার মুখে অন্ন যোগানোকারী এই মহীয়সী পৃথিবী
মাথার ওপরে ওই মায়াময় চাঁদ
ওই আলোকময় সূর্য
ওই অসীম আকাশ
ওরা সব্বাই
ওরা প্রত্যেকেই একা, একেবারে একা!
একা একাই ওরা বৃহতের স্বমহিমায়!
একা অতি ক্ষুদ্র,দীন-হীন-দুর্বল-অক্ষম
এমন কথা ভেবে ভেবে কাঁদো কেন তুমি দিনরাত! একা একা!