দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা আসে আমায় দেখতে
আমার প্রাচীরে- স্তম্ভে মাথা ঠেকিয়ে প্রণাম করে
কারুকার্যে মোহিত হয়।
মহাপ্রভুর দর্শন হয়ে গেলেও
আমার প্রাঙ্গণে একটু বিরাম নেয়- শান্তি খুঁজে পায়।
নিরাশ্রয়ের আশ্রয় আমি
জগতের প্রভুও আমার নিশ্চিন্ত আশ্রয়ে বিরাজিত।
আজ প্রভু, সোনার বেশে-সোনার রথে চড়ে বেরুলেন পথে।
পথে মানুষের ঢল নেমেছে-
ছেলে-বুড়ো, জোয়ান-যুবতী কেউ আর ঘরে নেই
রাজদর্শনে সবাই নেমেছে পথে।
আজ আর আমায় দেখার কেউ নেই
প্রাণপাখীটি উড়ে গেলে শূন্য সোনার খাঁচাটিও যেমন পড়ে থাকে
একাকী- অনাদরে- অবহেলায়