সারা বছর জুড়ে
সব্বার মুখে মুখে
শুধু সুয়োরানী...সুয়োরানী... আর সুয়োরানী!
আর দুঃখিনী দুয়োরানী!
রাজ্যপাট থেকেও রাজ্যহারা
রাজপ্রাসাদের আলোর রোশনাই থেকে অনেক অনেক দূরে
লোকচক্ষুর আড়ালে কুঁড়েঘরের টিমটিমে আলোয়;
কোন রকমে টিকিয়ে; আপন অস্তিত্বটুকু!
আজকাল মনেও পড়ে না তাঁর কথা!
তবু, পয়লা বৈশাখ এলে-
আমার দুয়োরানীমার শুভ জন্মদিন উদযাপন!
ব্যতিক্রমী উজ্জ্বল সে এক দুয়োরানীর দিন
সুয়োরানীর একচ্ছত্র সাম্রাজ্য
ইংরেজি ক্যালেন্ডারও আজ; বড়ো নিষ্প্রভ মলিন বর্ণহীন!
আমের শাখায়
চন্দনের আল্পনায়
ধূপে-দীপে-মঙ্গলশাঁখে
দুয়োরানীর কুঁড়েঘরে আজ হাজার চাঁদের আলো!