নাছোড়বান্দা কিছু প্রেম আছে এমন
গার্হস্থ্যের চৌকাঠ কোনোদিনও পেরোতে পারবে না জেনেও
দাঁড়িয়ে থাকে ঠায়...
দাঁত, আমার দীর্ঘপথের সুখদুঃখের সাথী
কষ্ট দিচ্ছিল বড়ো, অনেকদিন ধরে
উপড়েই ফেলতে হল তাই,
রাখবার সমস্ত উপায়; একে একে বন্ধ হওয়ায়
ফাঁকা জায়গাটা জানান দিচ্ছে অবিরাম
“এইখানটায়, আমি তো ছিলাম”