তুমি পারলে দিও
- সৈকত পাল (নীরব দুপুর)
“তুমি পারলে দিও― শুধু একমুঠো অনুরাগ”
তারপর! তারপর তো আমার পালা। হ্যাঁ, বিশ্বাস করতে পারো, পৃথিবীর তাবৎ অসম্ভবকে সম্ভব করে এনে দিতে পারি, শুধু তোমার ওই অনুরাগের পদতলে।
ঠিক ধরেছেন আপনারা। এমন অসম্ভবকে বাস্তবের মাটিতে টেনে নামিয়ে আনতে পারেন আসরের এক এবং অদ্বিতীয় উজ্জ্বল জ্যোতিষ্ক কবি সৈকত পাল (নীরব দুপুর)।
চাঁদের গায়ে যে মলিন দাগ- যেটা কেউই পারেনি, কোনোদিনও মুছে দিতে- আমি পারি তা নির্মল করে দিতে...
আমি পারি, রোদের আঁচল হয়ে মুছিয়ে দিতে-দুঃখের দিনে তোমার দু'চোখের জল-
হ্যাঁ, আমিই পারি তোমার খণ্ড খণ্ড হৃদয়ের ভূ-ভাগ, নদীর দড়িতে শক্ত করে বেঁধে দিতে―
তবু, আমার দিক থেকে কোন জোর নেই।সব ইচ্ছাটুকু তোমারই।
তুমি যদি পারো... তোমার যদি ইচ্ছে হয় মনের কোণে... তবে, নিশ্চিত আমি আমার সবটুকু উজাড় করে নিঃশেষ হতে রাজি।
বাস্তব বোধ হয়তো বলবে এ অসম্ভব। এ হয়না! তবে, যে ভালবেসেছে, সেই জানে একমাত্র, প্রেমে অসম্ভব বলে কিচ্ছু হয়না!
প্রেম এমনই অপ্রতিরোধ্য... ভালোবাসার শক্তি মজবুত এমনই...
"তুমি পারলে দিও― কাছে আসার অধিকার ।
আমি তোমার চলার পথের বাঁকে বাঁকে
পুঁতে যাবো― কবিতার চারা বারংবার ।"
এমন ভরসার, এমন সহানুভবের নিষ্কলঙ্ক কাব্য কথা সত্যিই অনেকদিন শোনা হয়নি। প্রেম নিয়ে এমন করে সব ভাসিয়ে দেওয়া অনেকদিন পাইনি। মন ভরিয়ে দিলেন প্রিয় কবি। বড়ো ভালো লাগলো এমন অমলিন উজ্জ্বল কাব্যিক উড়ানে।
ভালো থাকবেন প্রিয় কবি
আন্তরিক অভিনন্দন এমন সাধারণ কথার অসাধারণ কাব্যে।