তোমার হাতটি দা‌ও
কবি রুদ্র কিশোর  

“তোমার হাতটি দাও।”

      চাওয়া অতি সামান্যই তো! কিন্তু সেই হাতটি সাথে পেলে আকাশ পাড়ি দেওয়ার কথা ভাবা যায়! হাতটি পেলে রাতের অন্ধকারেও স্বপ্ন বোনা যায়। কষ্টের সায়রে জোনাকির পাল হওয়া যায়!

   কি অসাধারণ ভাবনা! মনের কোণে কি অসাধারণ প্রতীতির জন্ম দিল!

  বাস্তব জগতে যখন সবাই হাত সরিয়ে নিচ্ছে একে একে। একক মানুষ যখন নিঃসঙ্গ হচ্ছে একটু একটু করে প্রতিদিনে... প্রতিক্ষণে... তখন এমন কথার, এমন বিশ্বাসের জোর দরকার বড়ো। জোটবদ্ধ মানুষ হয়ে, মুষ্টিবদ্ধ হাত দুটো দিয়ে কি অসম্ভবকে না সম্ভব করে তুলতে পারি আমরা!
  
   সামান্য উপকরণ দিয়ে অসামান্য ভাবনায় ভাবিত এক কবিতার আস্বাদ পেলাম আসরের নবাগত এক কবির হাত ধরে।

  হতাশার মধ্যে আশার আলোর সন্ধান পেলাম আমরা। সর্বোপরি প্রাপ্তির ঝুলিতে আবার মানুষ হওয়ার সম্ভাবনা!  

   আন্তরিক অভিনন্দন ও এক আকাশ শুভ কামনা রইল আগামীর সম্ভাবনাময় কবি রুদ্র কিশোরের জন্য।