কুড়োনো জীবন
কবি অ জানা      
  
   হারানোর গল্প তো অনেক বললাম। আজ বরং পাওয়ার গল্প বলি। কোথায় পেলাম? কুড়িয়ে পেয়েছি যে!

    জীবনপথের বাঁকে কত কি যে ফেলে আসি। কত আনন্দ-দুঃখ–বেদনা ঘন কুয়াশা হয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে, ফেলে আসা সেই পথে!  

   স্মৃতিসরণিতে সেই হারানো স্মৃতিকণার টুকরো টুকরো অমূল্য রত্নভাণ্ডারের হদিস দিলেন আসরের  এক প্রতিভাবান কবি অ জানা তাঁর, “কুড়োনো জীবন” কবিতায়।    

   সাধারণ কিছু ঘটনা, সাধারণ কিছু ফিরে দেখায়, আমরাও ফিরে পেলাম; অবগাহন করলাম আমরাও, হারানো সেই সোনামোড়া দিনে।  

                                    “সে সব দিন চলে গেছে
                                কিছু দুঃখ দিয়ে কিছু আনন্দ দিয়ে
                                     আজ বহুদিন হল--- ।।”  


   সেই শৈশব, সেই সুখস্মৃতি, সেই প্রিয়জন আজ আর সঙ্গে নেই। কালের নিয়মে হারিয়ে গেছে সেইসব প্রিয়জন, প্রিয়মুহূর্ত;  

  তবে, মনোরম এমন কবিতার হাত ধরে বড়ো ভালো লাগলো “ধানকাটা মাঠে ধানের শীষ” ছুঁতে পারার সোনালী সেই ক্ষণের অনন্য পরশ।    

আন্তরিক অভিনন্দন জানাই প্রিয় কবিকে এমন সুন্দর কবিতাটির জন্য।

ভালো থাকবেন প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর।