অনুভবের স্ক্রিনশট –১
- সৈকত পাল (নীরব দুপুর)  

  অনুভব একটা অনুভূতির বিষয়। একই ঘটনায় কখনো ভালোলাগে। কখনো বা মন্দ। সময়ের ফেরে, দৃষ্টিভঙ্গির তফাতে ভিন্ন ভিন্ন অনুভব নিয়ে হাজির হয় তারা।
  
  কবি সৈকত পাল (নীরব দুপুর) আমাদের আসরের এক অতি পরিচিত প্রতিভাবান কবি। তাঁর  অনুভবের মুক্তো গেঁথেছেন রেশমি সুতোয়। যদিও বিষয় এমন কিছু নতুন নয়। সাধারণ পরিচিত এক শান্ত গ্রাম। তার চারপাশ আর সেখানে বসবাসকারী কর্মচঞ্চল মানুষজন। তবু, সেটুকুর বর্ণনা পাঠকের মনেও এক সুখের সমুদ্রে অবগাহন করায়।

  আসলে অনুভব এমনই। সেটা কখনো বড়োকে ছোট করে আবার ছোট কখনো বড়ো হয়ে  যায়!

   হাজারো দুঃখ কষ্টের মধ্যেও অনুভবের সুখ রঙিন ম্যাজিক হয়ে জীবনকে এক সুখের সমুদ্রে সঞ্জীবিত করে তোলে।  

  কবিতায় কবির প্রতিটি উপমা মনে রাখার মতো। সাদৃশ্যতা অভিনব। তুলনাগুলি দুর্দান্ত।  মনে হয় এ যেন আমারই কথা। আমারই  ছবি। এ রঙ, এ  তুলি সব, সব যেন আমার। একান্ত আমারই নিজস্ব। আসলে মাটির সঙ্গে আমাদের  নাড়ির টান। তাই ভূমিজ উপাদান সহযোগে সহজ সরল গ্রাম্য জীবনের অনন্য এ তুলিটান মনে এক সুখানুভব বয়ে আনে।

   বড়ো সুন্দর। বড়ো মনোরম। ভালো লাগার রসদ পেয়ে, শুকতারার সুখে মনটা ভরে গেল তাই।
   প্রিয় কবিকে তাঁর ছবির মতো অপরূপ কবিতার জন্য তাই রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন।