কবি সৌন্দর্যের চারণভূমে
আম-জাম-হিজলের দেশে  
ব্যস্ত এক বালক
ফলবতী গাছগুলোকে, ফলহীন  করার নিরন্তর প্রচেষ্টায়  
অঙ্গহীন হওয়ার ভয়ে সিঁটিয়ে থাকে গাছগুলো, সর্বক্ষণ
তার ঢিলের অব্যর্থ নিশানায়,
রক্তাক্ত হয়েছে কত  
শাপলা-শালুক-কলমিরদামে, আনমনে দাঁড়িয়ে থাকা  
শালিক-ফিঙে-বক      
অসহায় গাঁদাফুলগুলোই ছিল তার সাধের খেলার বস্তু  
সময়ের নাওয়ে চড়ে বালক, বুড়ো হয়  
ইঁট-কাঠ-পাথরের জঙ্গলে
গ্রাম, নাম হারিয়ে হয়ে যায়; শহর      
কেনা সৌন্দর্যের আমদানিতে সেজে ওঠে শুধু,
একচিলতে পার্ক    
সাজানো ফুলগাছ অনুশোচনা জাগায়  
ফেলে আসা ছোটবেলার কৃতকর্মের,
ক্ষমা ভিক্ষা করতে এগিয়ে যায়, গাছেদের কাছে  
কিন্তু হায়! বিফল  হয়-  
বাধা পায় নোটিস বোর্ডে, “গাছে হাত দিবেন না।”