অপরিচিতের একটা সুবিধে আছে,
অজানা অচেনার;
পরিচিতের এই এক সমস্যা
এতটাই সে জানা
এতটাই শোনা
এতটাই সে পাশের বাড়ির যে,
তাকে নিয়ে নতুন করে কিছু আর বলা হয়ে ওঠে না
বোল্ডার আর পাথরে বাঁধানো
কৃত্রিম এক ছোট্টপথ-
তীরভূমি থেকে সমুদ্রবুক চিরে, চলে গেছে এগিয়ে-
যেমন সিঁথি এগিয়ে চলে
কপাল থেকে একরাশ ঘনকালো একমাথা চুল ভাগ করে-
ঘন ঘন দুরন্ত ঢেউ
একবার ডুবিয়ে দিচ্ছে সে পথ
পরক্ষণে জেগে উঠছে সে, স্বমহিমায়;
ঠিক যেন হাওয়া খেলে চলে,
অবিন্যস্ত, এলোমেলো করে চলে এক সিঁথি বরাবর;
একবার অগোছালো
পরক্ষণে গুছিয়ে ওঠে আগের মতো,
ব্যস্ত চিকণ হাতের ছোঁয়ায়, আবার; বারবার!