দ্রৌপদীও ছিল দুঃশাসনও;
তবু, ঘটনাটা ঘটলো ঠিক রাজ্যহারা হওয়ার পরেই
আসলে, ঠিক অসুরক্ষিত হওয়ার পরেই; দুঃসাহসটা বেরিয়ে এলো
প্রবৃত্তিরা ঘাপটি মেরেই থাকে, বুক চিরেও মারা যায় না
দুরাচারীরা সুযোগের সন্ধানে সময়কে ব্যবহার করেই চলে
যাজ্ঞসেনী, তুমি কষ্ট পেও না
লজ্জায় মুখ ঢেকো না
এ লজ্জা! কেবলমাত্র তোমার একার নয়
এ লজ্জা! সভায় উপস্থিত সবার
এ লজ্জা! প্রতিবাদহীনতার
তুমি ওঠো
তোমার এলো চুল বেঁধে নাও,যাজ্ঞসেনী
নিজের চোখের জল; নিজেই নাও মুছে
মনে সাহস রাখো
একটু... আর, একটু ধৈর্য ধরো
দেখবে, শুভবুদ্ধির ভীমসেন বেশীক্ষণ চুপ করে থাকতে পারবে না।