মাধ্যাকর্ষণ, শুধুই একটা টান! মানতে পারলাম না
এমন টানাটানি তো অহরহ চলছে
মহাবিশ্বের প্রতিটা বস্তুতে বস্তুতে
কই, তারা তো পারেনি!
আমার পৃথিবীর মাটির মতো
বুকের মায়া দিয়ে সবুজের চাদর বুনতে!
বরং, পৃথিবীর মাটির প্রতি; তোমার মনে কোনো টান নেই
আর, তাই তো প্রতিনিয়ত
তোমার নখ খুবলে খুবলে দগদগে করে দিচ্ছে
তার, সবুজ নরম শরীর...