আর পাঁচটা,
আদুরে শৈশব যেমন হয়
আমারটা ঠিক তেমন রসালো নয়-

বরং,
বেশ নীরস কাঠকাঠ  
অনাদর, মারধর
এমনকি অনাহারও
সঙ্গ দিয়েছে, নিত্য নিয়মিত-

এখন বরং,
বেশ সচ্ছলতা-

পেটপুরে খেতে পাই,
পোক্ত ছাদ আছে, মাথার ওপরে
অল্প স্বল্প নিত্য প্রয়োজনীয় সুখও কিনতে পারি,স্বচ্ছন্দ স্বাচ্ছন্দ্যে

তবুও,
সুখ খুঁজতে-
গন্তব্য বর্তমান নয়;

ঠিকানা খুঁজে ফিরি...
সেই দারিদ্র্যময় অসুখী বাল্যস্মৃতিকথায়-

সুখ হয়তো সেটাই, যেটা নাগালের বাইরে

যখন ছিল, ছিল সে একধারে; বুঝতে পারিনি
যখন গেল, তখন সে ছেড়ে চলেই গেল; ধরতে পারিনি

তাপিত মধ্যাহ্ন শুধু,
শীতল বৃক্ষচ্ছায়া খুঁজে ফেরে-
স্নেহহীন অনার্দ্র বড়োবেলা
যেমন ফিরে পেতে চায়
স্নেহক্ষুধায়-
স্নেহশীল শৈশব জাদুনগরীর তীরে-