না, না পিতামহ ভীষ্ম, এ দায় আপনার!
শেষশয্যা-শরশয্যার
অপেক্ষা তো আর মাত্র কিছুক্ষণের
সহ্য করতে পারলেন না!
তেষ্টা পেয়ে গেল!
আর পেলই যদি বা! তখন তো আর এখনের মতো নয়!
খাল-বিল-নদী-নালা-পুকুর, সবই তো জলে থৈ থৈ
পান করলেই পারতেন, ঘটিখানেক। তা নয়। সেখানেও শর্ত!
মাটির তলায় জলের ভাণ্ডার! আমরা কি তা জানতুম,ছাই!
পথ দেখিয়েছেন যখন
এ ঘোর জল সংকটের দায় কেবলমাত্র আপনার! হে,গঙ্গাপুত্র!