ইচ্ছে করে-ভালবাসায় মোড়া থাক চারিধার।
সুরক্ষা বলয়ে থাকুক মাঠের ধান-গৃহস্থের ঘর।
চাইলেই তো থাকে না চাই যা আমরা
মাঠ ভরা পাকা ধান লুঠে নেয় তারা।
জলের মাছও পায় না রেহাই
কেড়ে নেয় জলদস্যু-পুরোটাই।
হানাদারে নিয়ে যায় যা কিছু সঞ্চয়
রেখে যায় উৎকণ্ঠা- একরাশ ভয়।
অবোধ শিশু- নারীর সম্ভ্রম সবই আছে তালিকায়
স্থান আর কাল ভেদে পাত্র বদলে যায়।
পণবন্দী হয়ে গেলো নিজেরই কম্পিউটার
নেপথ্যে কলকাঠি সাইবার হানাদার।