ভরা বর্ষাতেও ছাতা সঙ্গে নেয় না কেউ কেউ
হয়তো, নীল আকাশের এই ঘোর দুর্দিনে
বদ্ধপরিকর তারা, আকাশের সঙ্গ ছাড়বে না বলে;
যেন ছাতার কথা বোলে দিও না! তাদের কানে কানে,
সুরক্ষার প্রলোভন দেখিয়ে
দেওয়ালের আড়াল গেঁথে
নষ্ট করে দিও না
দুজনের এমন বন্ধুত্বটাকে
ভিজতে দাও না ওদের, একসাথে
সুখে দুঃখে থাকতে দাও না পাশেপাশে, একে অপরের!