চকিতেই চমক চকমকির
সংযোগেই সুখ; স্ফুলিঙ্গের
নুড়িপাথরে ঘষে ঘষে আগুন!
না না! সে পথ বড়ো অনিশ্চিত
বড়ো ঝক্কির ব্যাপার স্যাপার
অধ্যবসায় অনেকদিনের,
চকমকি খুঁজে ফিরি, পাথরে পাথরে
পেলেই, কোনরকমে দুর্লভ সে ধন
আমায় দেখে কে তখন!
পতঙ্গের যাত্রাপথ
আলোকউৎস লক্ষ্য করে; একমুখী
পরমুখাপেক্ষী চক্রব্যূহ একমুখী ব্যর্থ আত্মঘাতী; বরাবর